বিএনপি অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় নাশকতার মামলায় গ্রেফতার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার বিকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
মহিলা কারাগারের সুপার শাহজাহান মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৫ নভেম্বর রাতে হাইকোর্ট এলাকা থেকে আরিফা সুলতানা রুমাকে গ্রেফতার করা হয়।
একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সময় ১৪ নভেম্বর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব