২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৪৪

বরিশালে অটিস্টিক ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অটিস্টিক ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে অটিস্টিক ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কালী বাড়ি রোডের জগদিশ সারস্বত গালর্স স্কুল চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতায় দৌড়, বল নিক্ষেপ, চকলেট দৌড় ও বেলুন ফুটানো প্রতিযোগিতায় ১শ’ ৫০ জন অটিস্টিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে। 

পরে স্কুল মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

জগদিশ সারস্বত গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, আমাদের দেশের অটিস্টিক শিশুরা এখন আর আগের মত পিছিয়ে নেই। তারা তথ্য প্রযুক্তি কম্পিউটার, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নিজেদের প্রমাণ করতে পেরেছে। অভিভাবকরা সচেতন হলে অটিস্টিক শিশুরা আরও মানসিক বিকশিত হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর