নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ফতুল্লায় একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় হুড়োহুড়িতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে শহরের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার রাত ৮টায় ইসদাইরে রাধাকৃষ্ণ মন্দিরে ওই অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শুক্রবার রাতে রাধাকৃষ্ণ মন্দিরে প্রসাদ রান্না হচ্ছিল। এসময় মন্দিরের ভেতরে একটি ধর্মীয় অনুষ্ঠানে বেশ কয়েকজন নারী-পুরুষের জমায়েত ছিল। রান্নার এক পর্যায়ে চুলা থেকে আগুনের ফুলকি ছড়িয়ে আশেপাশে থাকা বাঁশের উপর পড়ে যায়। এসময় বাঁশে আগুন ধরে গেলে আশেপাশে থাকা প্যান্ডেলে ছড়িয়ে পড়ে। তখন আতঙ্কে লোকজন হুড়োহুড়ি করে বের হতে গিয়ে ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে শহরের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (জোন-২) মামুনুর রশিদ জানান, আগুনে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। হুড়োহুড়ি করতে গিয়ে হয়তো কয়েকজন আহত হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত