খুলনা জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৭১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনার নয় থানা ও মহানগরের আট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মহানগরে ৩৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা, একটি দেশীয় তৈরি পাইপগান, একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
খুলনা জেলায় ৩৭ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে এ সময় ৫০ গ্রাম গাঁজা, পাঁচ পিচ ইয়াবা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু ও পুলিশ সুপার (এসপি) মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন