বরিশালে কিডনি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ও বেসরকারি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে র্যালি বের হয়। নগরীর কবি জীবনানন্দ দাস সড়ক (বগুড়া রোড) থেকে বের হওয়া র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে কবি জীবনানন্দ দাস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কিডনি ডায়ালাইসিসের চিকিৎসক ডা. হাসিবুর রহমান বলেন, প্রতিটি মানুষের কিডনি সুস্থ রাখতে বিষমুক্ত ফলমূল ও শাকসবজি বেশী করে খেতে হবে। তৈলাক্ত, চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা, লবন ও চিনি কম খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দেন তিনি।
এর আগে কিডনি সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম