বনানীর এফআর টাওয়ারে বড় ধরনের অগ্নিকাণ্ডে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
কালো ধোঁয়ায় ঢেকে গেছে এফ আর টাওয়ারের চারপাশ। ভবনের বিভিন্ন তলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দেশে আটকেপড়া মানুষ হাত নেড়ে তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। ধোঁয়া থেকে বাঁচতে আটকা পড়া মানুষদের কাছে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেজা কাপড় ছুড়ে মারছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। পুরোপরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৯/আরাফাত