রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।
বৃহস্পতিবার দুপুরে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এফআর টাওয়ারে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
বিকেলে দিকে গণমাধ্যমকর্মীদের দেবাশীষ বর্ধন আরো বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে অগ্নিকাণ্ডের কারণ কী। আমরা সর্বশক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের ডিডি বলেন, আমরা শতাধিক লোকজনকে ভবন থেকে উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করতে পেরেছি। এখানে একটা ভবন থেকে আরেকটা ভববনের দূরত্ব খুব কম। আমরা দ্রুত তৎপরতা শুরু না করলে আগুনটা অন্য ভবনেও ছড়িয়ে যেতো
এদিকে এ ঘটনায় টাওয়ারের আগুনে আটকে পড়া শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে আহতদের মধ্যে ৩৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন