বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে ওই ভবনে আগুন লাগার কয়েক ঘণ্টা পর আরও অনেকের সঙ্গে ফারুককে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিকালে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে এসে ফারুককে শনাক্ত করেন তার বন্ধু ও পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম রাজু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ৩২ বছর বয়সী ফারুকের শরীরের ৯০ শতাংশ পুড়েছে।
পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম রাজু বলেন, আব্দুল্লাহ আল ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র। তার ভর্তি সেশন ছিল ২০০৬-০৭। ক্যাম্পাসে তমাল নামেই বেশি পরিচিত ছিলেন ফারুক।
ফারুকের গ্রামের বাড়ি চাঁদপুরে। বঙ্গবন্ধু হলে সংযুক্ত থাকলেও হলে কখনও থাকেননি তিনি। যাত্রাবাড়ী থেকে বিশ্ববিদ্যালয়ের আসা-যাওয়া করতেন। ফারুক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার একটি সন্তানও রয়েছে। যাত্রাবাড়ী এলাকায়ই পরিবার নিয়ে থাকতেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. আলী আক্কাস বলেন, ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর করে ছয় বছর আগে বেরিয়ে যান ফারুক।
বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারের ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৯/আরাফাত