ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুন ভয়াবহ রূপ নেওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, '২২ তলাবিশিষ্টি বহুতল ভবনটির ৮, ৯ ও ১০ তলার বিভিন্ন ভিনাইল বোর্ড, প্লাস্টিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটার থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।'
আগুন নিয়ন্ত্রণে আসার পর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন , ভবনটির ৮, ৯ ও ১০ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ঠিক কোন ফ্লোর থেকে লেগেছে তা- এখনো নিশ্চিত নয়। তবে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করলেই জানা যাবে
ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন আরও জানান, আগুন লাগে ১২টা ৫২ মিনিটে। ফায়ার সার্ভিসের রেসকিউ টিম দুপুর ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছাতে সময় লাগে মাত্র ১২ মিনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ৪টা ৪৫ মিনিটে। আর সন্ধ্যা ৭টায় আগুন পুরোপুরি নির্বাপণ হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর