আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, মার্চ মাস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের মাস। এই মাসে আমাদের অঙ্গীকার হোক, বঙ্গবন্ধুর বাংলাদেশে আর কখনো, কোনদিন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে না।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমায় শরিয়তপুর সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানে একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মার্চ মাসের সূচনালগ্ন বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত হয়। ডিসেম্বরে চুড়ান্ত বিজয় অর্জন করি। আগামীতে আবারও সরকার গঠন করবে স্বাধীনতার দল আওয়ামী লীগ। বিরোধী দলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
সংগঠনের সভাপতি আনিস মিঞার সভাপতিত্বে শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, ধর্ম সচিব আনিসুর রহমান, হারুনুর রশিদ, আবুল বাসার মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর