রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ লালমনিরহাটের আনজির সিদ্দিক আবীরের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভবনটির ১৬ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ কুর্মিটোলা হাসপাতালের মর্গে রয়েছে।
সেনাবাহিনীর সদস্যরা আবীরের লাশ উদ্ধার করেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট চাচা মোস্তাফিজার রহমান।
নিহত আবীর ওই ভবনের মিকা সিকিউরিটিস লি. কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর শহরের আবু বকর সিদ্দিক বাচ্ছু মিয়ার ছেলে। তার মা তামান্না একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট।
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় তানজির সিদ্দিক আবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন তার চাচা সাংবাদিক শিমুল রহমান।
তিনি জানিয়েছিলেন, এফআর টাওয়ারের ১৪তলায় ওই কোম্পানিতে কাজ করছিলেন তার ভাতিজা আবীর। ঘটনার পর তার সঙ্গে ফোনে কথা হয়। তখন আবীর জানান, তিনি ভালো আছেন। এরপর থেকে আবীরকে আর ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
বিডি প্রতিদিন/কালাম