রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেলো কিং ব্র্যান্ড সিমেন্ট বাড়ি নির্মাণ কর্মশালা।
বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাড়ি নির্মাণের সময় বাড়ির মালিকদের সচেতনতা ও সঠিকভাবে নির্মাণকাজ পরিচালনার জন্য সার্বিক কৌশল ও কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক অধ্যাপক ড. রবিউল আউয়াল বাড়ির ফাউন্ডেশন থেকে ফিনিশিং লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণের কার্যক্রম সম্পর্কে পরামর্শ দেন।
পরে কিং ব্র্যান্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন তাদের মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রাজশাহী ডিএসএম (সেলস) শামিম আল মামুন ও জিল্লুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয় ৫০ জন বাড়ির মালিক, রাজশাহী বিভাগের কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলাররা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কালাম