বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদী থেকে জাটকা নিধন বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি জাটকাসহ ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে আটক ২০ জেলেকে শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল এবং জরিমানা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কালাবদর ও গজারিয়া নদী থেকে মো. নুরু ইসলাম খাঁ (৬৫), মো. আলম বেপারী (৪০), মো. মোস্তফা (৩৫), মো. হাসান আলী শিকদার (৫০), মো. মনির হাওলাদার (২৫), মো. এছাক বয়াতী (৬৫), মো. জাহিদ সরদার (৫৪), মো. কাঞ্চন দর্জি (৪০) এবং মো. ফারুক বেপারীকে (৩৭) জাটকা আহরণের সময় হাতেনাতে আটক করা হয়। পরে দণ্ড বিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে একই রাতে ওই নদীতে পৃথক অভিযান চালিয়ে মো. শাহিন (১৯), মো. মজিবর মাঝি (৪০), মো. মোতালেব হাওলাদার (৬০), মো. দেলোয়ার মোল্লা (৫০), মো. আলামিন গাজী (২০), মো. ওসমান গনি (১৯), মো. বাছেত মাঝি (৪০), মো. ভাগোন আলী বাড়ী (৩৫), মো. হারুন বিশ্বাস (৩৫), মো. মনির হাওলাদার (২৫) এবং মো. জামাল আকনকে (২৫) জাঁটকা শিকারের অপরাধে ১০ কেজি জাটকা সহ হাতেনাতে আটক করে নৌ পুলিশ।
পরে তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী ১১ জনের প্রক্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
জাটকা সংরক্ষণে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
বিডি প্রতিদিন/হিমেল