ওয়ার্ড নেতাদের উচ্ছৃঙ্খল আচরণসহ নানা অভিযোগে বরিশাল মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ২৮ মার্চ সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ আলেকান্দা খান সড়ক এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করতে যান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। অফিস উদ্বোধন শেষে মেয়র সাদিক ফিরে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের ৩ পক্ষ ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন সিকদারের নেতৃত্বে সিনিয়র আওয়ামী লীগ নেতা মঞ্জুর-ই ইলাহী দুলাল, ওয়ার্ড যুবলীগ সম্পাদক সাহাবুদ্দিন সিকদার এবং মুক্তিযোদ্ধা সত্তার খানসহ কয়েকজন আহত হয়।
সাদিক আবদুল্লাহর গাড়ি কিছু দূর যাওয়ার পর সংঘর্ষের বিষয়টি টের পেয়ে তিনি ফের সেখানে ফিরে আসেন। তার সামনেই ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবীরসহ কয়েকজন সিনিয়র নেতার সাথে দৃষ্টতাপূর্ন আচরণ করেন হুমায়ুন।
এ সময় মেয়র সাদিক আবদুল্লাহ প্রকাশ্যে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন। এ সময় উপস্থিত লোকজন ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধরসহ নানা অভিযোগ করেন। মেয়র সাদিক আবদুল্লাহ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নিজ হাতে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের শাটার টেনে বন্ধ করে দেন।
নগরীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মেহেদী পারভেজ খান আবীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা