রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে আসেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মার্কেট মালিকদের সঙ্গে আলোচনা করে পরে করণীয় ঠিক করা হবে।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৯/আরাফাত