রাজধানীর হাতিরঝিল লেকে বিজিএমইএ'র নির্মিত বহুতল ভবন ভাঙার কাজ আজ শুরু হচ্ছে। এদিকে বিজিএমইএ ভবনে থাকা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সরঞ্জান সরিয়ে নিতে দু'ঘণ্টা সময় দিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উদ্ধার দল।
মঙ্গলবার সকাল থেকে বিজিএমইএ ভবন ভাঙার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
বিজিএমইএ ভবনে থাকা ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান গুলো মালামাল সরিয়ে নেওয়ার পর ভবন ভাঙার আনুষ্ঠানিক কাজ শুরু করবে রাজউক উদ্ধার দল। এদিকে ভবন ভাঙার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এ কাজ শুরু করবে রাজউক।
সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নামছে রাজউক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন