২৪ এপ্রিল, ২০১৯ ১৬:১১

মানুষ হত্যাকারীদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

মানুষ হত্যাকারীদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী: রওশন এরশাদ

বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, পৃথিবীর সকল ধর্মই শান্তি, সম্প্রীতি আর মানবতার কথা বলে। কোন ধর্মই সন্ত্রাস আর জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়না। 

তিনি বলেন, যারা নিরিহ মানুষ হত্যা করে এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় তারা কোন ধর্মের অনুসারী হতে পারেনা। হামলাকারীদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী।  

আজ বুধবার দুপুরে শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর শোকার্ত পরিবারকে সান্তনা দিতে রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় গিয়ে তিনি এ কথা বলেন। 

বেগম রওশর এরশাদ এমপি দুপুর দেড়টায় শেখ সেলিমের বাস ভবনে প্রবেশ করেন। এসময় তিনি শেখ সেলিমসহ জায়ান চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শেখ সেলিমের বাসায় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন। এসময় শোক বিধুর পরিবেশে প্রধানমন্ত্রীর সাথে একান্তে কিছুটা সময় কথা বলেন বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি। বেলা ৩টার কিছু পরে বেগম রওশন এরশাদ এমপি শেখ সেলিমের বাস ভবন থেকে বেরিয়ে যান। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী তার সঙ্গে ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর