আশুলিয়ায় নারী শ্রমিকের ওপর যৌন হয়রানির বিচার চাওয়ায় অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে আমরন অনশন করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে আশুলিয়ার ইউনিক এলাকায় একটি পোশাক কারখানার ছাঁটাইকৃত ১৭ জন শ্রমিক এ অনশন কর্মসূচি পালন করে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে যাবেন বলে জানিয়েছেন।
অনশনরত শ্রমিকরা জানান, গত ১৮ মার্চ কারখানাটির এক কর্মকর্তা এক নারী শ্রমিককে যৌন হয়রানির করেন। পরে শ্রমিকরা এর বিচার চাওয়ায় গত ৯ এপ্রিল এক যোগে ১৭ জন শ্রমিককে ছাঁটাই করে দেন কারখানা কর্তৃপক্ষ। এরপর কয়েকবার বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ দিয়ে তাদের ভয় ভীতি দেখনো হয়। তাই তারা আজ কোনো উপায় না পেয়ে আমরন অনশনে বসেছেন।
ছাঁটাই হওয়া শ্রমিক তানিয়া ইসলাম বলেন, আমরা কারখানার এক নারী শ্রমিকের যৌন হয়রানির বিচার দাবি করলে আমাদের ছাঁটাই করা হয়। আমরা কারখানার সেই কর্মকর্তার বিচার চাই ও আমাদের চাকরি পুনর্বহাল চাই। আমাদের এসব দাবি না মানা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।
বিষয়টি নিয়ে বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন বলেন, আমি পুলিশ ও কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলছি বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কয়েকজন শ্রমিক এখানে অসুস্থ হয়ে পড়ছে। অনশনরত শ্রমিকদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু দাবি পূরন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না।
আশুলিয়ার শিল্প পুলিশে পরিচালক সানা শামীমুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন , নারী শ্রমিকদের যৌন হয়রানির বিচার চাওয়ায় অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে আমরন অনশন করছে। পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের আলোচনা চলছে। সম্যসার সমাধান করা হচ্ছে । এ ঘটনায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর