জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিশুদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার কারণেই সরকার বাংলাদেশে শিশু বাজেট বরাদ্দ করেছে। এর আগে কোনো সরকার এ ধরনের বাজেট বরাদ্দ দেয়নি।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতরে পদার্পণ করেছে। তাই পথশিশু এবং প্রতিবন্ধী শিশুদেরও মূলধারার সাথে সম্পৃক্ত করতে হবে। সেজন্য দরকার একটি শিশু বিষয়ক অধিদপ্তর, যার মাধ্যমে এসব শিশুদের নিয়ে কাজ করা সহজ হবে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি শিশু অধিদপ্তর গঠনের জন্য আহ্বান জানান তিনি।
শনিবার রাজধানীর এসএস চিল্ড্রেন ভিলেজ এর অডিটরিয়ামে সুবিধাবঞ্চিত পথশিশুদের সংবর্ধনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘স্ট্রীট চিলড্রেন অ্যাকটিভিস্টস নেটওয়ার্কস (স্ক্যান) বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমবারের মত সুবিধাবঞ্চিত পথশিশুদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিশুদের সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর নাসির-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবলো নেরুদা, পথশিশু পুর্বাসন প্রকল্প পরিচালক ড. মো. আবুল হোসেনসহ দেশি-বিদেশি এনজিও প্রতিনিধি, পথশিশুরা। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রীট চিল্ড্রেন ২০১৯ উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন