মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকায় বাস-সিএনজি অটোরিকশার মখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দু'জন।
পুলিশ জানায়, রবিবার দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা মমতা বেগম নামে এক নারী মারা যান।
এসময় আহত হন সিএনজি চালক আমিন মিয়া ও অটোরিকশার যাত্রী ফয়ছল মিয়া। তারা সবাই শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার বাসিন্দা।
পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো. নাফিজ সাদিক এ তথ্য নিশ্চিত করেন। দুর্ঘটনায় গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন