বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে আধুনিক পরিবেশ বান্ধব ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট’। সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় ৮ একর জমির উপর এই প্লান্ট করার উদ্যোগ নিয়েছেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ।
নগরী থেকে সকল ময়লা-বর্জ্য পরিষ্কার করে সেগুলোকে প্লান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দিয়ে রিসাইকেল করা হবে। পরে সেই ময়লা থেকে সার, বিদ্যুৎ ও জ্বালালি তেল উৎপাদন করা হবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও আধুনিক মেশিন দিয়ে বর্জ্য রিসাইকেল করার পরিকল্পনা থাকায় এতে পরিবেশের কোন ধরনের ক্ষতি হবে না। এছাড়াও অনেক মানুসের কর্মসংস্থান হবে সেখানে। এতে নগরীর বেকারত্ব কিছুটা হলেও কমবে।
গত মঙ্গলবার চরবাড়িয়ায় ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট’ এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় খুব শিগগিরই এই প্লান্টের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম