বরিশালে সাংবাদিকদের নিয়ে ‘আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর বগুড়া রোডের খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সাইনুর আজম খান। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুল অদুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল ধান গবেষনা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বরিশাল কৃষি গবেষনা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌফিকুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সাইনুর আজম খান বলেন, ১৯৭১ সালের তুলনায় দেশে খাদ্য উৎপাদন তিনগুন বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২০১৯ সালের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুন করার লক্ষ্যে কাজ করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। স্বল্প সময়ে কম খরচে কৃষি উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সমাহার ঘটাচ্ছে কৃষি বিভাগ। এ কারণে আগামীতে কৃষি উৎপাদন খরচ কমবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয় এবং তথ্যগুলো মাঠ পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সাইনুর আজম খান।
বিডি প্রতিদিন/হিমেল