২০ মে, ২০১৯ ১৩:৪৩

বিএনপির কোটায় নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কোটায় নারী সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটা‌নিং অ‌ফিসার ই‌সির যুগ্ম স‌চিব আবুল কাসেমের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, একাদশ সংসদে যোগ দেওয়ায় নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি। এজন্য গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ২০ মের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে এবং ভোট ১৬ জুন। 

কিন্তু সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে একটি আসনে একক প্রার্থী থাকেন বলে ভোটের আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় প্রার্থীকে।

বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর