২০ মে, ২০১৯ ১৯:৩৩

গৃহবধূকে বিষ দিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গৃহবধূকে বিষ দিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

খুলনার পাইকগাছায় নাজমা বেগম (২৬) নামে এক গৃহবধূকে মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার দুপুরে পুলিশ ওই গৃহবধূর স্বামী লিয়াকত আলী (২৭), শ্বশুর আব্দুর রাজ্জাক ও শাশুড়ি হালিমা বেগমকে আটক করেছে। পাইকগাছা থানায় হত্যা মামলা হয়েছে। এর আগে গত শনিবার রাতে পাইকগাছার হরিঢালী চৌধুরিপাড়া গ্রামে ওই গৃহবধূকে হত্যা করা হয়।

নিহতের বাবা মো. কালু মিয়া জানান, শনিবার রাতে তাদের মোবাইলে নাজমার মৃত্যুর সংবাদ জানানো হয়। কিন্তু তার শ্বশুর বাড়িতে এলে আশেপাশের লোকজন জানায় তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। এসময় দু’জন নাজমার মাথা দু’পাশ থেকে ধরে ছিল। এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ৩ জনকে আটক করে। 

পাইকগাছা থানার ওসি ইমদাদুল হক জানান, নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা করেছে। তবে ময়না তদন্তের প্রতিবেদনে হত্যার ধরন সম্পর্কে জানা গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর