২৭ মে, ২০১৯ ০৯:২২

ফুট ওভারব্রিজে উঠতে দীর্ঘ লাইন!

অনলাইন ডেস্ক

ফুট ওভারব্রিজে উঠতে দীর্ঘ লাইন!

সাধারণত ঈদের আগে বাস কিংবা ট্রেনের টিকিট কাটার জন্য দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। কিন্তু রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজে উঠতে দীর্ঘ লাইন, আগে কখনো দেখা যায়নি।

এমন ঘটনা ঘটেছে শনিবারের (২৫ মে) রাজধানীর পান্থপথ ওভার ব্রিজে।

সামনে ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার শপিং মলের মতো বসুন্ধরা সিটি শপিং মল এলাকায়ও ভিড় বেড়েছে কয়েকগুণ। পান্থপথ সিগন্যালের পাশের ফুট ওভারব্রিজের এ লাইন সেই ভিড়েরই একটি খণ্ডচিত্র।

বসুন্ধরা শপিং মলের সামনের রাস্তার মাঝখানের বেড়া কয়েক জায়গায় কাটা ছিল। জেব্রা ক্রসিং না থাকলেও ওই জায়গাগুলো দিয়ে মলের ক্রেতা এবং পথচারীরা এলোমেলোভাবে রাস্তা পারাপার করতেন। ঈদের আগে বেড়ার কাটা জায়গাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ফলে কারওয়ান বাজারের সোনারগাঁও মোড় থেকে পান্থপথ সিগন্যাল পর্যন্ত রাস্তা পারাপারের একমাত্র উপায় এই ওভারব্রিজটি।

শনিবার সাপ্তাহিক ছুটির দুপুর থেকে রাত পর্যন্ত তাই রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজটির দুই পাশে মানুষকে লাইন ধরতে দেখা যায়।

আগের দিন শুক্রবারও ফুটওভারব্রিজের সামনে একই চিত্র দেখা গেছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর