আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্র্যান্ড পেট্রোলিং (বিশেষ মহড়া) করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সোমবার বিকেলে নগরীর বিজয় বিহঙ্গ মোড়ের পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয় চত্ত্বর থেকে এই গ্র্যান্ড পেট্রোলিং শুরু হয়।
মহড়াটি বান্দ রোড, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ বাস টার্মিনাল, বিএম কলেজ রোডসহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূইঞা, উপ-কমিশনার (উত্তর) কাজী জাহাঙ্গীর মল্লিক, উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলমসহ বিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা মহড়ায় উপস্থিত ছিলেন।
বিএমপি’র উপ-কমিশনার (ট্রফিক) খাইরুল আলম জানান, পুলিশ কমিশনারের পরিকল্পনা ও নির্দেশে ঈদের আগে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিশৃঙ্খলা, চুরি, ছিনতাই, মলম পার্টি ও ইভটিজিং রোধ এবং নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে এই গ্র্যান্ড পেট্রোলিংয়ের আয়োজন করা হয়েছে।
এই গ্র্যান্ড পেট্রোলিং কিংবা বিশেষ মহড়ার মাধ্যমে বিএমপি’র সকল সদস্য আগের চেয়ে বেশী উদ্যম নিয়ে কাজ করতে পারছে বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল