গুরুতর অসুস্থ মা সাহেরা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি কিডনি রোগ, লান্সে পানি ও জ্বর থেকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসমাইল চৌধুরী সম্রাটের মা। লান্সে পানি কমে আসলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এর আগে, গত বছর জুন মাসে বাইপাস সার্জারি করা হয় তার। অসুস্থ মা সাহেরা খাতুনের সুস্থতা কামনা করে সম্রাট দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক