রাজধানীর মূল তিনটি সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা।
সোমবার সকাল ৭টার দিকে তারা রাস্তায় নেমে আসেন।
জানা গেছে, মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা।
রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিকশা মালিকরাও।
সড়ক অবরোধের ফলে আশেপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নগর পুলিশের মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার গণমাধ্যমকে জানান, রাজধানীর যেসব রোডে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেসব এলাকায় ফের রিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ করছেন চালক-মালিকেরা।
বিডি প্রতিদিন/কালাম