রাজধানীর রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করেছে রিকশাচালকরা। ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে রিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান জানান, সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে চালকরা অবস্থান নেন। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন