গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু করে হাইকোর্ট মোড় ঘুরে ফের প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে ড. কামাল হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খান, সভাপতিমণ্ডলীর সদস্য আমসা আমিন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, সরকার যে দেশ পরিচালনার ব্যাপারে অক্ষম এটা প্রমাণ পাচ্ছে। তিনি বলেন, গ্যাসের দাম এবং বিদুতের দাম যারা বাড়িয়েছে আমাদের পকেট থেকে আট হাজার কোটি টাকা তারা নিচ্ছে। তার চেয়ে তারা যদি আট হাজার কোটি টাকার একটু কম চুরি করত তাহলে আমাদেরকে এই টাকা দিতে হতো না। গ্যাসের দাম এবং বিদুতের দাম বাড়তো না। এর দাম বাড়াতে হতে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার