ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, দুর্নীতি অবশ্যই বন্ধ হতে হবে। দুর্নীতি দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতিবাজদের খুঁটির জোর কার কতটুকু সরকার তার তোয়াক্কা না করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)’র ডিবেটিং ক্লাব আয়োজিত ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে আজ তিনি এসব কথা বলেন। এর আগে বর্তমান সরকার দুর্নীতি দমনে অনমনীয়’ বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্কে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন তিনি।
এসময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানিয়ে বলেন, দেশ চালাতে যোগ্য লোকবলের প্রয়োজন। তাই যোগ্য লোকবল তৈরি করতে হলে মানসম্মত উচ্চ শিক্ষাব্যবস্থার অবশ্যই প্রয়োজন। যারা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে।
এসময় উচ্চশিক্ষা প্রসারে এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক ঠেকাতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, বিইউবিটি’র ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত।
বিডি প্রতিদিন/এ মজুমদার