রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বুধবার আবারও অবরোধের ঘোষণা দিয়ে মঙ্গলবার বিকালে বাড্ডা থেকে অবরোধ তুলে নিলেও রাত সোয়া ৮টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রামপুরায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন রিকশা চালকরা। এতে করে কুড়িল বিশ্বরোড হয়ে মালিবাগ, মগবাজারগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সড়কে যানবাহন আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট ছড়িয়ে পড়েছে আশপাশে সড়কেও।
আন্দোলনকারী রিকশা চালকরা বলছেন, রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে তারা সড়ক ছাড়বেন না। এমনকি দাবি মানা না হলে তারা সড়কে রাত্রিযাপন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, সারাদিনের অফিস শেষ করে বাসায় ফেরার পথে আবারও রিকশাচালকের অবরোধে মুখে পড়ে তিতিবিরক্ত কর্মজীবী মানুষ। তারা এই বিষয়ের একটা আশু সমাধানের জোর দাবি জানাচ্ছেন।
এর আগে, রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বাড্ডা-রামপুরাসহ বিভিন্ন সড়কে অবরোধ রিকশা চালকরা। বুধবার আবারও অবরোধের ঘোষণা দিয়ে পরে বিকালে দিকে বাড্ডা থেকে অবরোধ তুলে নেন রিকশা চালকরা।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৯/মাহবুব