বরিশালের উজিরপুরে মাদ্রাসা ছাত্র সাইয়ুম বিশ্বাস (১১) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার পরিদর্শক মো. হেলাল উদ্দিন সোমবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে অভিযুক্ত একমাত্র আসামি হলো পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের মিলন তালুকদার। নিহত সাইয়ুম উজিরপুরের সাতলা ইউনিয়নের দারুল উলুম মাদ্রাসা শিক্ষার্থী ছিল।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৭ সালের ১৭ এপ্রিল সাইয়ুমকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত মিলন তালুকদার। পরে মরদেহ সাতলা বাজারের আব্দুর রহিমের নির্মাণাধীন ভবনের ছাদের একটি কক্ষে লুকিয়ে রাখে সে। খোঁজাখুঁজির দুই দিন পর সাইয়ুমের মরদেহ ওই ছাদে পাওয়া যায়। এ ঘটনায় নিহত শিশুর বাবা মোশারফ বিশ্বাস বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম