চাকরিতে নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা। বুধবার সকাল ৯টা থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান করেন তারা। এতে করে সড়কের এক পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অনশনে প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘জেগেছে রে জেগেছে প্রতিবন্ধীরা জেগেছে’, ‘দাবি পূরণ না হলে ঘরে ফিরে যাব না’ এমন নানা স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবস্থান নেওয়ার কারণে সড়কের একদিকে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি।তবে সড়কের এক পাশ সচল থাকায় যাতায়াতকারীদেরতেমন ভোগান্তি হচ্ছে না বলে দাবি করেন তিনি।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৯/মাহবুব