রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে গত দুইদিন পালন করা অবরোধ তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানীতে। অবরোধ চলাকালে কুড়িল বিশ্বরোড হয়ে মালিবাগ, মগবাজারগামী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। সড়কে যানবাহন আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যানজট ছড়িয়ে পড়ে আশপাশে সড়কেও।
আজ বুধবার অবরোধ না থাকায় গত দুই দিনের মতো যানজট নেই। এতে করে স্বস্তি ফিরে এসেছে নাগরিক জীবনে।
যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, সোম ও মঙ্গলবারের অবরোধের কারণে কুড়িল-মালিবাগ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এই যানজট কয়েকঘণ্টা স্থায়ী থাকে। কিন্তু আজ চিত্র উল্টো। আজ যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গত দুইদিন রিকশাচালকের অবরোধে মুখে পড়ে তিতিবিরক্ত কর্মজীবী মানুষ। তারা এই বিষয়ের একটা আশু সমাধানের জোর দাবি জানিয়েছেন।
এর আগে, রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে সোমবার ও মঙ্গলবার রাজধানীর বাড্ডা-রামপুরাসহ বিভিন্ন সড়কে অবরোধ কর্মসূচি পালন করে রিকশা চালকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন