বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম খান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাকবলিত হওয়ার পর ওই দিন রাতেই শের-ই বাংলা মেডিকেলে জরুরি বিভাগের চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল বরিশালের বরগুনার নিমতলী গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বানারীপাড়া থানা সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শহিদুল ও শাহিন নামে দুই শ্রমিক। দ্বিতীয় তলায় ওঠার সময় রডের একাংশ ভবনের পাশের বৈদ্যুতিক সঞ্চালন লাইনে স্পর্শ হয়। এতে শহিদুল ও শাহিন নামে দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত শাহিনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বানারীপাড়া থানা পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম