রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে লস্করহাটি এলাকায় গরু নিয়ে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার আতাহার গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে আম বহনকারী একটি মিনিট্রাক রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় লস্করহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি ফুটপাতের ওপর ছিটকে পড়েন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মনিরুল ইসলামে বাড়ি উপজেলার আতাহার গ্রামে। তবে মনিরুল ইসলাম তার শ্বশুর বাড়ি সুলতাগঞ্জে বসবাস করতেন। সেখান থেকেই তিনি বাসুদেবপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৯/মাহবুব