বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজসহ তার পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের সিকদার বাড়িতে ওই ঘটনার পরপরই বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশ ওই চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাদিকুর রহমান সুরুজ ছাড়াও অজ্ঞান হওয়া অপর ৩ জন হলেন- তার স্ত্রী সুরাইয়া রহমান, তাদের শিশু সন্তান সাদিয়া রহমান সাজনীন ও মাহজীবিন রহমান তাসনীন।
সুরুজের ভাই শাহরিয়ার রহমান বাবু বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে সুরুজের বাসার জানালার গ্রিল কাটার শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। তিনি তার বাসা থেকে বের হয়ে চার দুর্বৃত্তকে দেখতে পান। গ্রিল কাটার কারণ জিজ্ঞাসা করলে তারা সুরুজকে পরিবারসহ হত্যা করবে বলে জানায়। একই সাথে তাকেও ভয়ভীতি দেখায় তারা। তিনি ওই স্থান ত্যাগ না করলে তাকেও হত্যার হুমকি দেয় তারা। পরে তিনি বাসায় গিয়ে স্থানীয় লোকজন ও থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ জানান, গভীর রাতে তার বাসায় কিছু স্প্রে করা হয়। বিষয়টি বুঝে ওঠার আগেই আমিসহ পরিবারের সকল সদস্য অচেতন হয়ে পড়ি। তার ধারণা অচেতন হওয়ার পরই দুর্বৃত্তরা তার বাসার জানালার গ্রিল কাটার চেষ্টা করে। পূর্ব শত্রুতার জের ধরে তাকেসহ পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানান সুরুজ।
নগরীর বিমান বন্দর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ওই রাতেই পুলিশ পাঠিয়ে অচেতন অবস্থায় কৃষি কর্মকর্তাসহ তার পরিবারের সকল সদস্যকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম