‘অপহরণ’ হওয়ার তিন দিনের মাথায় ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে কলেজছাত্রী তাহমিনা আকতার নিশুকে। এ ঘটনার সঙ্গে জড়িত আটক এক যুবককের দেয়া তথ্যের ভিত্তিকে কেরানীগঞ্জ থেকে আজ বুধবার তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরই নিশুকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশের একটি টিম।
এ ব্যাপারে সিএমপি’র চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া নিশু’র সাথে কথা বলার পর এ ঘটনার বিষয়ে ব্রিফ করা হবে। এখনো আমরা নিশ্চিত নই; এটি অপহরণ নাকি প্রেমঘটিত ব্যাপার। দু জনের সাথে কথা বলার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় মেডিকেল ভর্তির কোচিং করতে গিয়ে নিখোঁজ হন সদ্য এইচএসসি শেষ করা নিশু। এরপর থেকে তাকে অপহরণ করা হয়েছে এমন দাবি করে আসছে তার পরিবার। তার পরিবার দাবি করে, অপহরণের পর মেয়ের মুক্তিপণ দাবি করে ফোনও আসে তাদের কাছে। পরে থানায় এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক