রাজশাহীর চারঘাটের হলিদাগাছী এলাকায় একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন আছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ৩১টি বগি নিয়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনটি আমনরিা যাওয়ার পথে লাইনচ্যুত হয়।
এদিকে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত। একই সাথে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
পশ্চিমাঞ্চল রেলের প্রধান যান্ত্রিক ও টেলিকম প্রকৌশলী অসিম কুমার তালুকদার জানান, বুধবার বিকালে ঈশ্বরদী থেকে তেলবাহী ট্রেন ছেড়ে আসে। বেলপুকুর ও সরদহ রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে করে রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলের এই কর্মকর্তা জানান, ইতোমধ্যে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। তবে আজ সারা রাত লাগবে উদ্ধার কাজ শেষ করতে।
ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এবং ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা সবগুলো ট্রেনের যাত্রা স্থগিত হতে পারে বলে রেলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন