Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ জুলাই, ২০১৯ ২৩:৪২
আপডেট : ২২ জুলাই, ২০১৯ ০১:০২

গণপিটুনিতে রেনু নিহতের ঘটনায় আটক ৩

অনলাইন প্রতিবেদক

গণপিটুনিতে রেনু নিহতের ঘটনায় আটক ৩
তাসলিমা বেগম রেনু

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু (৪০) নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এর সঙ্গে জড়িত বাকিদেরও ভিডিও ফুটেজ দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

রবিবার ১১ টার দিকে বাড্ডা থেকে ওই তিনজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, জাফর, শাহীন, বাপ্পী।

এ বিষয়ে গণমাধ্যমে বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে বাড্ডা থেকে আটক করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হওয়া হৃদয় নামের অভিযুক্ত একজনকে এখনও আটক করা যায়নি। 

এর আগে গত শনিবার সকালে উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য