বরিশালেও দেখা দিয়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত জুন মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মাত্র একজন বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও চলতি মাসে ভর্তি হয়েছেন ৮ জন।
এদিকে, ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে আজ বুধবার নগর ভবনে সংশ্লিষ্টদের নিয়ে সভা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সভায় ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে জনসচেতনাতামূলক র্যালি করার সিদ্ধান্ত হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থল ধ্বংস করতে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও মশক নিধন কর্মসূচি জোড়ালো করার সিদ্ধান্ত হয়।
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত জুন মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে ঢাকায় গিয়েছিলেন বরিশাল নগরীর ঝাউতলা এলাকার নাজমুল হাসানের ছেলে রিফাতুল ইসলাম। কিন্তু কোচিং শেষ না করেই কিছুদিনের মধ্যে শরীরে জ্বর নিয়ে বরিশাল ফিরে আসেন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর উপস্থিতি পায় চিকিৎসকরা। দ্রুত তাকে ভর্তি করা হয় শেরে-ই বাংলা মেডিকেলে। প্রায় দুই সপ্তাহ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান রিফাতুল। এরপর থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় বরিশালে।
গত ১৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত আরও ৪জন ভর্তি হন শেরে-ই বাংলা মেডিকেলে। তারা হলেন- বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মেজবাহ উদ্দিন (২২), বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থী আফনান আশরাফি (২০), বাকেরগঞ্জ উপজেলার আরিফুল ইসলাম (৪৮) এবং পিরোজপুরের নাজিরপুরের অরুন সুতার (২৮)।
গত ১৯ জুলাই ডেঙ্গু জ্বর নিয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হন বরিশালের গৌরনদী উপজেলার মো. ফোরকান (১৯) এবং বানারীপাড়া উপজেলার গিয়াস উদ্দিন (৩০)।
গত ২১ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি হন বরিশাল সদর উপজেলার তাজুল ইসলাম (২৩) ও বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার মোয়াজ্জেম হোসেন রুবেল (২৭)। তাদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বরিশাল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু আক্রান্ত সকলেই সরকারি হাসপাতালে আসছেন না। অনেকে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সেই তথ্য সরকারের কাছে আসে না।
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, জুন মাসের চেয়ে জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি এখনও আতঙ্কিত হওয়ার মতো নয়। তবে কারো জ্বর হলে কোনো অবহেলা না করে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যাথানাশক ওষুধ সেবন করা থেকে বিরত থাকাসহ দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক।
এদিকে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।
তিনি বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ১৫ জন কর্মী প্রতিদিন মশা নিধনে হ্যান্ড স্প্রে ছিটিয়ে যাচ্ছেন। পাশাপাশি ৪ সদস্যের একটি দল সরকারি অফিস, বস্তি এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠানে মশক নিধনের ওষুধ ছিটাচ্ছেন। এছাড়া প্রতিদিন বিকেলে ফগার মেশিনের মাধ্যমে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে মশক নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখাসহ নগরীকে সার্বিকভাবে পরিচ্ছন্ন রাখতে প্রায় সাড়ে ৪শ’ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে।
ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে সিটি করপোরেশনের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু।
বিডি প্রতিদিন/এনায়েত করিম