রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একে টুটু রাইফেলসহ দুটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
এ সময় আটক করা হয়েছে ৩ জন পেশাদার সন্ত্রাসীকে।
গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে এ অভিযান চালিয়ে তাদের আটকে করে।
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, এরা ঢাকায় বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলো। তাদের হিট লিস্টে রাজনৈতিক নেতার নামও রয়েছে। তাদের দেওয়া তথ্যে আরও অস্ত্র উদ্ধারে পুলিশের একটি দল ঢাকার বাইরে রওনা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি অত্যাধুনিক এ কে টুটু রাইফেল, ১টি পিস্তল এবং ২২ রাউন্ড গুলি।
বিডি প্রতিদিন/কালাম