বরিশালে শুরু হয়েছে পক্ষ কালব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নীরিক্ষা কমিটির (মন্ত্রী পদমর্যদা) আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথরা সবুজ বাংলাদেশে গড়তে সবাইকে বাড়ির আশপাশে এবং পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। প্রথম দিনে ২৪টি স্টল বিভাগীয় বৃক্ষ মেলায় স্থান পেয়েছে। এর মধ্যে সরকারী নার্সারী ৫টি এবং ব্যক্তিগত নার্সারি ১৯টি। বৃক্ষ মেলা দেখতে এসে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার