রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় গাড়ি সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম রায়হান (৩০)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। রায়হানের বাড়ি মাদারীপুর জেলায়।
রায়হানের এক সহকর্মী জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে থেকে গাড়ি তারা সার্ভিসিংয়ের কাজ করতেন। সকালে রায়হান একটি গাড়ি সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, রায়হানের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ