বগুড়ায় পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে শনিবার সকালে এক র্যালি শহর প্রদক্ষিন করে। এ সময় বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহামদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে সকলকে সজাগ হতে হবে। বাড়ি-ঘর ছাড়াও অফিস আদালতের ছাদে যাতে পানি জমে না থাকে সেজন্য প্রতিদিন অফিসের কর্মকর্তাদের অফিসের ছাদ ও ফুলের টব পরিষ্কারে দিকে নজর দিতে হবে।
বগুড়া পৌর মেয়র অ্যাড. মাহবুবর রহমান বলেন, মশক নিধন ও পরিচ্ছন্নতা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির জন্য এই আয়োজন। র্যালি চলাকালে লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল