রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পূর্ব)। পুলিশের দাবি, তারা ভাড়াটে খুনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে হত্যা করায় তাদের পেশা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজাধানীর খিলগাঁও থানাধীন সিপাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন খান মো. ফয়সাল, জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের জন্য তারা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। এছাড়া চাঁদাবাজি ও ছিনতাই চক্র তারা নিয়ন্ত্রণ করতো। তবে হত্যাই তাদের প্রধান কাজ।
বিডি-প্রতিদিন/মাহবুব