কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দু’গ্রুপের উত্তেজনা এবং একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরের কোথাও কোন প্রকার সভা সমাবেশ করতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করাসহ সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, ২৭ জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পৌরসদরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে র্যালি ও সমাবেশের ডাক দেয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার শাহজাহান। একই স্থানে সমাবেশ করার লক্ষ্যে স্থানীয় এমপি সুবিদ আলী ভুইয়া গ্রুপ প্রস্তুতি নিচ্ছে জেনে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
সহকারী পুলিশ পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় দু’টি গ্রুপ একই স্থানে সভা ডাকায় দুগ্রুপেই উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বিডি-প্রতিদিন/মাহবুব