অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের ১৪ বছর এবং তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সাইফুল ইসলামের একটি মামলায় তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড এবং তার স্ত্রীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তার আরও তিন মাস কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আসামি ওসি সাইফুলের সাত বছর করে পৃথক দুই মামলায় মোট ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছে এবং স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা এবং দখলে রাখার অভিযোগে তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ওসি সাইফুল ইসলামকে এবং তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে আসামি করে ২০১০ সালের ২২ জুন রাজধানীর রমনা থানায় পৃথক দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোজাহার আলী সরদার। মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর সাইফুল ইসলাম নিজ নামে, স্ত্রী ও পোষ্যদের নামে অর্জিত সর্বমোট ৪২ লাখ ৫৫ হাজার ২১ টাকার এবং স্ত্রী ৩১ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু মামলায় তাদের দুই কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৮৬ টাকার সম্পদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগ করা হয়।
এছাড়া আরেক মামলায় অভিযোগ করা হয়, সাইফুল ইসলাম নিজ নামে, স্ত্রী ও পোষ্যদের নামে অর্জিত সর্বমোট পাঁচ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৩৫০ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু মামলায় তার বিরুদ্ধে সাত লাখ ১০ হাজার ১২৫ টাকার সম্পদের তথ্য যোগান এবং ২৬ লাখ ৯০ হাজার ৯২৫ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের অভিযোগ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম