২৪ আগস্ট, ২০১৯ ১৭:৫৬

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায় আরও দু'টি অত্যাধুনিক ট্রান্সফার স্টেশন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায় আরও দু'টি অত্যাধুনিক ট্রান্সফার স্টেশন

রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে যোগ হলো দুইটি অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। 

শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুইটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

ফলক উন্মোচন এবং ফিতা কেটে তেরখাদিয়া অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করেন সিটি মেয়র। সুইচ টিপে কার্যক্রমের উদ্বোধনের পর স্টেশনটি পরিদর্শন করেন মেয়র।

এ সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর